

গত ১৯ নভেম্বার ২০২৪ আমাদের একটি টিম মিশরে অবস্থিত ফিলিস্তিনী শরণার্থী শিবির এবং গাজার অভ্যন্তরে চলমান আমাদের কার্যক্রম তদারকি করতে মিশরে যান। সেখানে ফিলিস্তিনি রাষ্ট্রদূত জনাব দিয়াব আল্লু, মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাবা সামিনা নাজ, রেড ক্রিসেন্ট হসপিটালের পাবলিক রিলেশন এন্ড এডমিনিস্ট্রেটিভ অফিসার জনাব আহমাদ মঞ্জুর সহ অনেকের সাথেই আমাদের সাক্ষাত হয়। উনার আমাদের কাজ দেখে অত্যন্ত খুশি হয়েছেন। কিভাবে আমরা সহজেই আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারি এ ব্যাপারে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেছেন এবং হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির প্রতি কৃতজ্ঞতা জানান।
মিশর সরকারের তথ্য হতে জেনেছি, সেখানকার রাফা বর্ডার দিয়ে মিশরে আশ্রয় নিয়েছেন প্রায় ১ লক্ষ ২০ হাজার গাজার শর-নার্থী ভাই, বোন ও শিশু। তাদের মধ্যে থেকে হাজারো পরিবারকে আমরা মিশরে অবস্থিত ফিলিস্তিনি দূতাবাসের রাষ্ট্রদূত ও মিশরে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূতের সহযোগিতায়, প্রায় ১ কোটি টাকারও বেশী সহায়তা করেছি আলহামদুলিল্লাহ!
এছাড়াও সেখান থেকে ওলামায়ে কেরামগণ, গাজায় সেবা কার্যক্রমের জিম্মেদ্বার মিশরে আশ্রয়রত ফিলিস্তিনি ভাই জনাব আল তাতাদা এবং মিশরে অবস্থিত ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশরের সহযোগিতায় গাজা, গাজার দেইর আল বালাহ ও খান ইউনূসে আমরা ফিলিস্তিনি ভাইদের নিয়ে স্বেচ্ছাসেবক টিম তৈরী করেছি আলহামদুলিল্লাহ। তাদের মাধ্যমে গাজাতে আমাদের একের পর এক কাজ চলমান আছে আলহামদুলিল্লাহ। আপনারা জেনে খুশী হবেন মিশরের বিখ্যাত আলআজহার বিশ্ববিদ্যালয়ের চ্যারিটি ট্রাষ্টের সাথেও গাজার মাজলুমদের সহযোগিতায় কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ।
প্রতিটি কার্যক্রমের ভিডিওতে আমাদের ব্যানার, ইউনিফর্ম, সেখান থেকে ধারাভাষ্য সহ গাজায় আমাদের
ফিলিস্তিনি ভাইদের টিম নিজেদের জীবনের ভয় না করে কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের পেইজ ও ওয়েবসাইটে তাদের সহযোগিতায় করা আমাদের কার্যক্রমের ভিডিও, ছবি, ধারাভাষ্য আপলোড দিয়ে যাচ্ছি যা আপনারা দেখছেন। আলহামদুলিল্লাহ, আমাদের কার্যক্রম যুদ্ধ না থামা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ গত ৭ই মার্চ টিম হাফেজ্জীর একটি প্রতিনিধী দল আবারো মিশর সফরে এসেছি। ৯ই মার্চ আমাদেরকে দূতাবাসে আমন্ত্রণ জানান মিশরে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসে সম্মানিত রাষ্ট্রদূত জনাব দিয়াব আল্লু। সকাল ১১ টায় রাষ্ট্রদূত নিজে টিম হাফেজ্জীকে স্বাগত জানান এবং ঘন্টাব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এসময় তিনি সেবার কাজে যেকোনো ধরণের সহায়তা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং একজন বড় ভাই হিসেবে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
আসার পর থেকেই আমরা এখানের শরণার্থী শিবির গুলো ঘুরে ঘুরে দেখছি। তাদের মানবেতর জীবন এবং কান্না আহাজারী দেখে প্রতিনিয়তই আমাদের চোখ ভিজছে। ইতিমধ্যেই আমরা কয়েকটি পরিবারকে লক্ষাধীক টাকার সহায়তা প্রদান করেছি এবং পুর সফর জুড়ে আমরা আমাদের সাহায্যের হাত বাড়িয়েই রাখবো ইনশাআল্লাহ।
এই সফর আমাদের জরুরী গাজা সহায়তা প্রকল্পের পরবর্তী পরিকল্পনা গ্রহণ কর
গত ১৯ নভেম্বার ২০২৪ আমাদের একটি টিম মিশরে অবস্থিত ফিলিস্তিনী শরণার্থী শিবির এবং গাজার অভ্যন্তরে চলমান আমাদের কার্যক্রম তদারকি করতে মিশরে যান। সেখানে ফিলিস্তিনি রাষ্ট্রদূত জনাব দিয়াব আল্লু, মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাবা সামিনা নাজ, রেড ক্রিসেন্ট হসপিটালের পাবলিক রিলেশন এন্ড এডমিনিস্ট্রেটিভ অফিসার জনাব আহমাদ মঞ্জুর সহ অনেকের সাথেই আমাদের সাক্ষাত হয়। উনার আমাদের কাজ দেখে অত্যন্ত খুশি হয়েছেন। কিভাবে আমরা সহজেই আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারি এ ব্যাপারে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেছেন এবং হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির প্রতি কৃতজ্ঞতা জানান।
মিশর সরকারের তথ্য হতে জেনেছি, সেখানকার রাফা বর্ডার দিয়ে মিশরে আশ্রয় নিয়েছেন প্রায় ১ লক্ষ ২০ হাজার গাজার শর-নার্থী ভাই, বোন ও শিশু। তাদের মধ্যে থেকে হাজারো পরিবারকে আমরা মিশরে অবস্থিত ফিলিস্তিনি দূতাবাসের রাষ্ট্রদূত ও মিশরে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূতের সহযোগিতায়, প্রায় ১ কোটি টাকারও বেশী সহায়তা করেছি আলহামদুলিল্লাহ!
এছাড়াও সেখান থেকে ওলামায়ে কেরামগণ, গাজায় সেবা কার্যক্রমের জিম্মেদ্বার মিশরে আশ্রয়রত ফিলিস্তিনি ভাই জনাব আল তাতাদা এবং মিশরে অবস্থিত ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশরের সহযোগিতায় গাজা, গাজার দেইর আল বালাহ ও খান ইউনূসে আমরা ফিলিস্তিনি ভাইদের নিয়ে স্বেচ্ছাসেবক টিম তৈরী করেছি আলহামদুলিল্লাহ। তাদের মাধ্যমে গাজাতে আমাদের একের পর এক কাজ চলমান আছে আলহামদুলিল্লাহ। আপনারা জেনে খুশী হবেন মিশরের বিখ্যাত আলআজহার বিশ্ববিদ্যালয়ের চ্যারিটি ট্রাষ্টের সাথেও গাজার মাজলুমদের সহযোগিতায় কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ।
প্রতিটি কার্যক্রমের ভিডিওতে আমাদের ব্যানার, ইউনিফর্ম, সেখান থেকে ধারাভাষ্য সহ গাজায় আমাদের
ফিলিস্তিনি ভাইদের টিম নিজেদের জীবনের ভয় না করে কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের পেইজ ও ওয়েবসাইটে তাদের সহযোগিতায় করা আমাদের কার্যক্রমের ভিডিও, ছবি, ধারাভাষ্য আপলোড দিয়ে যাচ্ছি যা আপনারা দেখছেন। আলহামদুলিল্লাহ, আমাদের কার্যক্রম যুদ্ধ না থামা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ গত ৭ই মার্চ টিম হাফেজ্জীর একটি প্রতিনিধী দল আবারো মিশর সফরে এসেছি। ৯ই মার্চ আমাদেরকে দূতাবাসে আমন্ত্রণ জানান মিশরে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসে সম্মানিত রাষ্ট্রদূত জনাব দিয়াব আল্লু। সকাল ১১ টায় রাষ্ট্রদূত নিজে টিম হাফেজ্জীকে স্বাগত জানান এবং ঘন্টাব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এসময় তিনি সেবার কাজে যেকোনো ধরণের সহায়তা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং একজন বড় ভাই হিসেবে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
আসার পর থেকেই আমরা এখানের শরণার্থী শিবির গুলো ঘুরে ঘুরে দেখছি। তাদের মানবেতর জীবন এবং কান্না আহাজারী দেখে প্রতিনিয়তই আমাদের চোখ ভিজছে। ইতিমধ্যেই আমরা কয়েকটি পরিবারকে লক্ষাধীক টাকার সহায়তা প্রদান করেছি এবং পুর সফর জুড়ে আমরা আমাদের সাহায্যের হাত বাড়িয়েই রাখবো ইনশাআল্লাহ।
এই সফর আমাদের জরুরী গাজা সহায়তা প্রকল্পের পরবর্তী পরিকল্পনা গ্রহণ কর